Friday 19th of April 2024
|
|
|
Headlines : * Risk of bird flu spreading to humans is ‘enormous concern’, says WHO   * Gold price hits record high of Tk 1.19 lakh per bhori   * Bottled soybean oil increases by Tk 4 per liter, loose oil reduces by Tk 2 per liter   * Main role of military forces to protect country`s sovereignty: Army Chief   * Dhaka, Delhi to boost cooperation in media, film   * Several deals likely to be signed during PM`s Thailand visit: foreign ministry   * China opens visa centre in Dhaka to boost ties   * Bangladeshi architect in Time’s 100 most influential people list   * Rain likely over 7 divisions   * PM opens Livestock Services Week, Exhibition-2024  

   Politics
খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি, বললেন তথ্যমন্ত্রী
  Date : 19-04-2024

২১ আগস্টের নির্মমতা নিয়ে বেগম খালেদা জিয়া উপহাস শুরু করেছিলেন। ক্ষমতায় লোভে পেট্রোলবোমার রাজনীতি করে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। তাই খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচারও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড.হাছান মাহামুদ। বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘সাংবাদিকতা রাতে বিরাতে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা তিনি একথা বলেন।

হাছান মাহামুদ বলেন, উন্নয়নের কথা বলে যদি টাকা হাতিয়েই নেয়া হতো তাহলে দারিদ্র্যের হার কি করে কমলো? আসলে কোন অর্জনই বিএনপির ভালো লাগে না, উন্নয়ন দেখলেই গাত্রদাহ শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি আয়নায় নিজের চেহারা দেখেন। আপনারা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। শেখ হাসিনার সরকার বাংলাদেশর মানুষের ভাগ্য পরির্বতন করেছে, দেশের উন্নয়নের জোয়ার বইছে তা দেখে আপনাদের ভালো লাগে না। আসলে কোন অর্জনই বিএনপি সহ্য করতে পারে না।

খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের গণতন্ত্র অচল বিএনপি এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, যারা দেশের কথা ভাবেনি, তারা এখন দুনীর্তি দায়ে কারাগারে আছে। তারা দেশের গণতন্ত্র কথা বলে কি ভাবে? তবে আপনারা সরকারের সমালোচনা করেন, না করবো না, সমালোচনা পথচলাকে সহায়তা করে। পৃথিবীর ইতিহাসে কোন সরকার শতভাগ নির্ভুল হতে পারে না। তাই সমালোচনা দরকার।

গণতান্ত্রিক সমাজ গড়তে গণমাধ্যম খুবই জরুরি এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম এখন বহুমাত্রিক। গণতান্ত্রিক সমাজ গড়তে গণমাধ্যম খুবই জরুরি। গত ১০ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ হয়েছে। অনলাইনের জন্য ৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ৯ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এর ভাল দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজবও ছড়ানো হচ্ছে। কিভাবে শৃঙ্খলায় আনা যায় তা ভাবতে হবে।



  
  সর্বশেষ
Risk of bird flu spreading to humans is ‘enormous concern’, says WHO
Bottled soybean oil increases by Tk 4 per liter, loose oil reduces by Tk 2 per liter
Main role of military forces to protect country`s sovereignty: Army Chief
Dhaka, Delhi to boost cooperation in media, film

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 167 Eden Complex, Motijheel, Dhaka-1000.
Phone: 02-224401310, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com