Thursday 18th of April 2024
|
|
|
Headlines : * EU, US reindustrialisation accelerates: study   * Singer Pagol Hasan killed in road accident in Sunamganj   * US to reimpose oil sanctions on Venezuela over election concerns   * Dubai airport chaos as UAE and Oman reel from deadly storms   * 2 held with 40 gold bars worth over Tk 4 cr in Jhenidah   * US and EU prepare fresh sanctions against Iran after Israel attack   * No improvement of air quality in Dhaka, still ‘unhealthy’   * Jailed Myanmar leader Suu Kyi moved to house arrest: source   * Four on a motorcycle; wife, son killed being rammed by truck   * PM pays homage to Bangabandhu on Mujibnagar Day  

   Education
এইচএসসিতে জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে
  Date : 18-04-2024

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার গতবারের চেয়ে বেড়েছে। একইসঙ্গে বেড়েছে জিপিএ-৫। আজ প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে এবার পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। গতবার এ হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এবারের মোট জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফলের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হয়।

শিক্ষামন্ত্রী জানান, এ বছর ১০ শিক্ষাবোর্ডে এইচএসসিতে মোট পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এর মধ্যে ৮ সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাস করেছে ৭১ দশমিক ৮৫ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। যাতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৪৩ জন। আর কারিগরি বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছেন ৩২৩৬ জন।

দুপুর ১টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে শিক্ষাবোডের্ডর ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।
এ বছর ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী।



  
  সর্বশেষ
Google lays off employees, shifts some roles abroad amid cost cuts
EU, US reindustrialisation accelerates: study
Historic Mujibnagar Day observed at Bangladesh Embassy in Washington
Alia Bhatt joins TIME’s 100 influential people of 2024

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 167 Eden Complex, Motijheel, Dhaka-1000.
Phone: 02-224401310, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com