Friday 29th of March 2024
|
|
|
Headlines : * 16 new Covid cases reported in country   * Japan to provide 2,294 m Japanese Yen to Bangladesh; deals signed   * BNP wants to nullify meaning of independence: Obaidul Quader   * Rain with temporary gusty wind likely over Country   * 3 die as bus hits auto-rickshaw in M`sing   * 15 ferries, 20 launches to ply on Daulatdia-Paturia route during Eid   * Six houses gutted in Rangamati fire   * Baltimore divers recover 2 bodies from harbor after bridge collapse   * Bangladeshi youth shot dead by police in US   * Govt to import 50,000 metric tons of onion from India  

   Sports
পাকিস্তানকে ১৭ গোল দিল বাংলাদেশ
  Date : 29-03-2024

স্টাফ করেসপন্ডেন্ট:

নারী ফুটবলে পাকিস্তান নবীন। তাদের বিপক্ষে নেপাল প্রথম ম্যাচে ১২-০ গোলে জয় পায়। বাংলাদেশ যে পাকিস্তানের বিপক্ষে গোলবন্যা বইয়ে দিবে সেটা ছিল অনুমেয়। হলও তাই। পাকিস্তানের মেয়েদের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের মিশন শুরু করেছে। এমন হয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে মৌসুমী-মার্জিয়াদের।

রোববার ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে প্রথমার্ধেই পাকিস্তানের জালে ৮ গোল দেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দেয় আরো ৯টি গোল। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিকসহ ৭ গোল করেছেন মোসাম্মদ সিরাত জাহান স্বপ্না। তিনি ম্যাচের ১০, ৩০, ৪৪, ৬২, ৭৩, ৭৬ ও ৯০ মিনিটে করেন সাতটি গোল।

হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন মার্জিয়া। তিনি ম্যাচের ৭, ১৩, ২২, ৭১ মিনিটে চারটি গোল করেন। জোড়া গোল করেছেন শিউলি আজিম। তিনি ৩২ ও ৬৯ মিনিটে গোল দুটি করেন। ১টি করে গোল করেছেন অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী (৩৭ মি.), আখি খাতুন (৫৮ মি.), কৃষ্ণা রাণী (৭৪ মি.) ও তহুরা খাতুন (৮৭ মি.)।

এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

আগস্টে ভুটানে অনুষ্ঠি সাফ অনূধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের মেয়েদের ১৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের কিশোরীরা। এবার সেটাকে ছাড়িয়ে অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল ১৭-০ গোলে হারাল পাকিস্তানকে।

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে মৌসুমী-মারিয়াদের প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান। ২ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। নেপাল তাদের প্রথম ম্যাচে ১২-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশ বড় জয় পাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে নেপালেরও। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মঙ্গলবার তারা বাংলাদেশের মুখোমুখি হবে।

‘এ’ গ্রুপে রয়েছে ভারত, স্বাগতিক ভুটান ও মালদ্বীপ। ভারত তাদের প্রথম ম্যাচে ৪-০ গোলে ভুটানকে হারিয়েছে। আর ভুটান তাদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ১৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে। মঙ্গলবার ভারত তাদের শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে।

দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে। ৫ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ৭ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল।



  
  সর্বশেষ
16 new Covid cases reported in country
Japan to provide 2,294 m Japanese Yen to Bangladesh; deals signed
China wants to import jute goods from Bangladesh
Donald Lu lauds Bangladeshi Americans for building foundation of ties between two countries

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 167 Eden Complex, Motijheel, Dhaka-1000.
Phone: 02-224401310, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com