Saturday 12th of July 2025
|
|
|
Headlines : * Law enforcement taking action in businessman`s murder case: Home Affairs Advisor   * 2 put on remand over brutal murder near Mitford Hospital   * Over 2 lakh marooned in Noakhali   * 89th birth anniversary of poet Al Mahmud observed with reverence   * Floods submerge 60 villages in Feni; Army, BGB join rescue efforts   * Consensus reached on key Chief Justice appointment issues: Ali Riaz   * CA directs law enforcers to get ready by Dec for national polls   * Biman’s Dhaka-Narita flight suspension draws flak   * Search continues after Pakistan building collapse kills 14   * At least 13 killed, 20 children missing in Texas floods  

   Literature
মর্মর মামুনের কয়েকটি ছড়া
  Date : 12-07-2025

★কে বলেছে তুমি দুরের তুমি আমার বন্ধু

সকাল হতে সন্ধ্যা থাকো
সুখে দুঃখে কাছে রাখো
বারো মাসে বছর যায়
যুগে যুগে তোমায় চাই
তুমি থাক হয়ে রাতের বহু তারার ইন্দু।

 


★ঝিরিঝিরি জল ঝরে বরষায়
তোকে খুব মনে পড়ে
বুকে বেশি ব্যাথা করে
মেঘ ডাকে আকাশেতে
ভেক ডাকে পুকুরেতে
এই সমে তোকে পেতে মনচায়

 

★যেখানে পাবো অমল মায়া কুড়িয়ে নেব
মনটা নিব মনটা দিব
ছোটতে স্নেহ বড়তে মান
মায়াটা দিব সম্মান পাব
আদর দিব নিব সম্মান
ছোটতে বড় বড়তে ছোট মিশিয়ে যাব।

 

★ এসেছ যখন অভিমান ভুলে আবার
আমি কি তো ফেলে দিব
দুই হাতে বুকে নিব
রয়ে যাও ভালবেসে
কেটে যাক অবশেষে
বাকিটা জীবন হয়ে মোর বধু আমার।

 

★ কোথায় গেলে তুমি আমাকে একা ফেলে নন্দিনী?
মজনু ফরহাদ
হয়ে আমি রয়েছি
জীবন বরবাদ
তোর লাগি করেছি
ইতিহাসে কবুই লেখা রবে না এই কাহিনী।

 

★তোমরা আমার বন্ধু আমার আপন
আমার প্রাণের ধারা
ঝিরিঝিরি করে
বহেনা, তোমরা ছাড়া
গুমড়িয়ে মরে
মরা গাঙে তোমরাই প্রাণের বর্ষণ।

 

 

         



  
  সর্বশেষ
Law enforcement taking action in businessman`s murder case: Home Affairs Advisor
Gaza ceasefire talks held up by Israel withdrawal plans: Palestinian sources
Boro paddy procurement drive begins in Manikganj
Djokovic crashes out of Wimbledon; Alcaraz-Sinner set for final showdown

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: [email protected]