Thursday 18th of April 2024
|
|
|
Headlines : * Main role of military forces to protect country`s sovereignty: Army Chief   * Dhaka, Delhi to boost cooperation in media, film   * Several deals likely to be signed during PM`s Thailand visit: foreign ministry   * China opens visa centre in Dhaka to boost ties   * Bangladeshi architect in Time’s 100 most influential people list   * Rain likely over 7 divisions   * PM opens Livestock Services Week, Exhibition-2024   * EU, US reindustrialisation accelerates: study   * Singer Pagol Hasan killed in road accident in Sunamganj   * Dubai airport chaos as UAE and Oman reel from deadly storms  

   Entertainment
অভিনেতা সালেহ আহমেদ আর নেই
  Date : 18-04-2024

জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুর ২টা ৩৩ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তার মামাতো ভাই অভিনেতা আহসানুল হক মিনু বিষয়টি নিশ্চিত করেছেন।


বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ছিলেন সালেহ আহমেদ। সপ্তাহ খানেক আগে গুরুতর অসুস্থ হয়ে আবারও অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

প্রায় ৫ বছর ধরে অ্যাপোলো হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবশেষে হঠাৎ শরীর বেশি খারাপ হওয়ায় এক সপ্তাহ আগে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয়।

সালেহ আহমেদের জন্ম বগুড়ার সারিয়াকান্দিতে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা। স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন।

১৯৯১ সালে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার দাপুটে পদচারণা শুরু হয়। এরপর অসংখ্য টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক।



  
  সর্বশেষ
Main role of military forces to protect country`s sovereignty: Army Chief
Dhaka, Delhi to boost cooperation in media, film
Quader blasts BNP`s false, fabricated statements
Day-long Sarbojonin Penson Fair & workshop in Rajshahi tomorrow

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 167 Eden Complex, Motijheel, Dhaka-1000.
Phone: 02-224401310, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com