Saturday 20th of April 2024
|
|
|
Headlines : * Dhaka urges Bhutan to reduce fees for Bangladeshi tourists   * Man sets himself on fire outside Trump`s hush money trial   * `Halving` arrives for bitcoin miners   * No respite from heat wave for five days: BMD   * UN chief: Mideast `cycle of retaliation` must stop   * Met office issues nationwide heat alert for 72-hour   * `Bombing` hits Iraq military base: security sources   * Heatwave: Daily assemblies at primary schools will remain suspended   * 2nd submarine supply disruption caused slow internet service   * Liverpool out of Europa League as Leverkusen advance to semis  

   Politics
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালন করা হবে: ফখরুল
  Date : 20-04-2024

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আজকে স্থায়ী কমিটির সভায় দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন আরো বেগবান করার জন্যে কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী চার সাপ্তাহের মধ্যে দেশের সকল বিভাগীয় শহরে এ কর্মসূচি গ্রহন করা হবে। এই কর্মসূচিগুলোতে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিএনপি মহাসচিব বলেন, ঢাকা মহানগরীতে এই চার সাপ্তাহের মধ্যে বিএনপি, অঙ্গদল ও সহযোগী সংগঠনসমূহের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির ধরন কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক যেসব কর্মসূচি আছে যেমন- মিছিল, বিক্ষোভ সমাবেশ, সমাবেশের কর্মসূচি আমরা বিভাগগুলোতে করব।
বয়স সীমা প্রত্যাহার করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা যে আন্দোলন করছে সেটাকে অযৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, তাদের উচিত হবে অযৌক্তিক দাবির আন্দোলন বাদ দিয়ে শান্তিপূর্ণ অবস্থানে চলে আসা।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর ওপর বিক্ষুদ্ধ ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেন তিনি।
রূপপুর পারমাণবিক বিদুুৎ প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বুয়েটের ছাত্রদলের ভিপি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিরোধিতা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য সর্বৈব মিথ্যা। আমরা তার সম্পর্কে খোঁজখবর নিয়েছি। তিনি বুয়েটের ছাত্রই ছিলেন না। কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। ছাত্রজীবনে সম্ভবত তিনি একটি বাম সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ বিষয়ে আমরা স্পষ্ঠ জানি না। বর্তমানে তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এর সঙ্গে জড়িত। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর এমন মিথ্যাচার নিন্দনীয়। মির্জা আলমগীর বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নাতি নিখোঁজ হওয়ার পর সরকারের সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সোহেল তাজ স্টেটমেন্ট দেয়ার ৪৮ঘণ্টার মধ্যে তাকে ফিরে পাওয়ার খবর নিঃসন্দেহে তার পরিবারের জন্য স্বস্তিদায়ক। কিন্তু এম ইলিয়াস আলীসহ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের এখনো ফিরিয়ে দেয়া হয়নি। তিনি আরো বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সভা নিয়মিত চলবে এবং আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির সভা আবারও বসবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক এর মৃত্যুতে স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।
বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
Dhaka urges Bhutan to reduce fees for Bangladeshi tourists
Google scraps minimum wage, benefits rules for suppliers and staffing firms
Man sets himself on fire outside Trump`s hush money trial
`Halving` arrives for bitcoin miners

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 167 Eden Complex, Motijheel, Dhaka-1000.
Phone: 02-224401310, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com