Saturday 20th of April 2024
|
|
|
Headlines : * Liverpool out of Europa League as Leverkusen advance to semis   * Bhasantek fire: Death toll rises to four   * Iran says drones shot down, `no missile attack for now`   * India starts voting in the world`s largest election as Modi seeks 3rd term   * 13 Myanmar border guards take shelter in Bangladesh   * Israel launches strike against Iran: US media   * Risk of bird flu spreading to humans is ‘enormous concern’, says WHO   * Gold price hits record high of Tk 1.19 lakh per bhori   * Bottled soybean oil increases by Tk 4 per liter, loose oil reduces by Tk 2 per liter   * Main role of military forces to protect country`s sovereignty: Army Chief  

   Capital News
সাফল্যের সাথে এগিয়ে চলেছে সৃজনশীল আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আরামবাগ হাই স্কুল ও কলেজ
  Date : 20-04-2024

অমরঞ্জন মজুমদার: ঢাকা মতিঝিল আরামবাগ শান্ত মনোরম পরিবেশে আরামবাগ হাই স্কুল ও কলেজ এর স্কুল ১৯৬৩ সালে ও কলেজ ১৯৯২ সালে স্থাপিত হয় । প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ্ব একে. এম. মমিনুল হক সাইদ, কাউন্সিলর, ৯ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন। প্রতিবেদক কে গভর্নিং বডির বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব ইমরানুল ইসলাম শাহীন বলেন- মতিঝিলে আরামবাগ হাই স্কুল ও কলেজের যথেষ্ঠ সুনাম রয়েছে। কিন্তু স্কুল এন্ড কলেজের সম্মুখভাগের রাস্তাটি সংকীর্ণ হওয়ায় ছাত্র-ছাত্রী ও জনাসাধারণের চলাচলাচলের অত্যন্ত সমস্যা হচ্ছে। তাই তিনি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দ্রুত রাস্তাটি প্রশ্বস্ত ও সংস্কারের ব্যবস্থা করে এলাকার জনসাধারন ও ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন অবর্ণনীয় ভোগান্তী লাঘব করার জন্য আহবান জানান। এছাড়া দৈনিক আজকের সংবাদের প্রতিবেদকের সাথে সাক্ষাৎ কালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন -একটি সুস্থ মানবিক সমাজ ও কর্মোদ্যোগী স্বয়ং সম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলাই আরামবাগ হাই স্কুল ও কলেজের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। আরামবাগ হাই স্কুল ও কলেজ শিক্ষক-শিক্ষিকাগণ উন্নত ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়েই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আরামবাগ হাই স্কুল ও কলেজ শুধু শিক্ষার্থীর ১০০% পাসের নিশ্চয়তা দেয় না, কাঙ্খিত জিপিএ অর্জনেও নিশ্চিয়তা দেয়। আরামবাগ হাই স্কুল ও কলেজ হাই স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মননশীলতা, মূল্যবোধ, মানবিক ও সামাজিক গুণাবলী উৎকর্ষ সাধনে পড়া-লেখার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ নিশ্চিত করে। আরামবাগ হাই স্কুল ও কলেজের সহাকারী প্রধান শিক্ষিকা তাহমিনা ফেরদৌসী (শুভ্রা) বলেন - অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক - শিক্ষিকাদ্বারা শিক্ষার্থীদের ক্লাস নেওয়া ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানে। শিক্ষকদের প্রচেষ্টায়ই শিক্ষার্থীরা হয়ে উঠছে আলোকিত মানুষ। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত যাদের শ্রম ও মেধার কারণে আরামবাগ হাই স্কুল ও কলেজ পূর্ণতা পেয়েছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে আরামবাগ হাই স্কুল ও কলেজ বদ্ধপরিকর ।



  
  সর্বশেষ
UN express dismay over situation of Bangladeshi migrants in Malaysia
US-Bangla launches first-ever flight to Abu Dhabi
11 more BGP men take refuge in Bangladesh
Bangladesh reports 16 Covid-19 positive cases

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 167 Eden Complex, Motijheel, Dhaka-1000.
Phone: 02-224401310, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com