Friday 4th of July 2025
|
|
|
Headlines : * No Bangladesh-China-Pakistan alliance forming: Touhid   * Holy Ashura to be observed on July 6   * 36-member national committee formed to celebrate Mass Uprising Days   * CA urges Meta to tackle disinformation more effectively   * CA calls for collective action to protect St Martin’s island   * Bangladesh’s forex reserves cross $27bn   * Trump announces ceasefire between Iran and Israel   * 6.3-magnitude quake hits off southern Philippines   * Middle East: Four Countries Close Airspace, All Flights from Dhaka Canceled   * 90pc of Israeli strikes hit residential sites in Tehran  

   Politics
ইসিকে চাপে রাখতেই বিএনপির অভিযোগ : আ. লীগ
  Date : 04-07-2025

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি)  মনস্তাত্ত্বিক চাপে রাখতেই নানা অভিযোগ করে যাচ্ছে  বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা মিথ্যা-অবান্তর অভিযোগ তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার জন্য, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ছল চাতুরী ও অভিযোগ করে যাচ্ছেন। নির্বাচন বানচালের পূর্ব শর্ত হিসেবেই এসব অভিযোগ তারা করে যাচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গত কয়েক দিনে বিএনপি নেতৃবৃন্দের আচার আচরণে নির্বাচনের পরিবেশ বিনষ্ঠ হচ্ছে। তারা প্রজাতন্ত্রের নিরপেক্ষ কর্মচারীদের বিরুদ্ধে অযথা বিদ্বেশ ছড়াচ্ছে। একটি আতঙ্ক তৈরীর জন্য তারা কাজ করে যাচ্ছে।

বিএনপির পুন:তফসিলের দাবীর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুন:তফসিলের কোন সুযোগ নির্বাচন কমিশনের হাতে নেই।

নির্বাচন কমিশন কোন কাজ করছে না ঐক্যফ্রন্টের এমন অভিযোগের বিষয়ে আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন, বিএনপি-জামায় ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা মুন্সিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, খুলনার পাইকগাছায়, ঢাকা ১৫ আসনে কামাল মজুমদারের নির্বাচনী প্রচারে হামলা করেছে।

 

মির্জা ফখরুলের কেন্দ্র পাহারা দেয়ার নির্দেশনা দেয়ার পর থেকেই তাদের কর্মীরা আক্রমনাত্মক হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এ নেতা।

তিনি বলেন, নির্বাচনকে বিতর্কিত করার জন্য বিএনপি-জামায়াত  জাল ব্যালট পেপার পর্যন্ত ছাপানোর ব্যবস্থা করেছে।

কক্সবাজার বিএনপি-জামায়াতের কাছ থেকে এ ধরনের জাল ব্যালোট পেপার পাওয়ার গিয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
Ronaldo signs new deal with Saudi club Al-Nassr
No Bangladesh-China-Pakistan alliance forming: Touhid
Farmers in Narsingdi receive Aman seeds
Govt forms 5-member committee to investigate allegations over last 3 polls

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: [email protected]