Saturday 12th of July 2025
|
|
|
Headlines : * 2 put on remand over brutal murder near Mitford Hospital   * Over 2 lakh marooned in Noakhali   * 89th birth anniversary of poet Al Mahmud observed with reverence   * Floods submerge 60 villages in Feni; Army, BGB join rescue efforts   * Consensus reached on key Chief Justice appointment issues: Ali Riaz   * CA directs law enforcers to get ready by Dec for national polls   * Biman’s Dhaka-Narita flight suspension draws flak   * Search continues after Pakistan building collapse kills 14   * At least 13 killed, 20 children missing in Texas floods   * DGHS reduces COVID test fees  

   Politics
নির্বাচনে ইসলামী আন্দোলনকে সমর্থন দিল কেএসপি
  Date : 12-07-2025

স্টাফ করেসপন্ডেন্ট

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে পীর সাহেব চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন দিয়েছে কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)।

সোমবার (২৪ ডিসেম্বর) ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে কৃষক শ্রমিক পার্টির কেএসপি)‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন : আমাদের করণীয়’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে তারা এ সমর্থন জানান।

কৃষক শ্রমিক পার্টির (কেএসপি) মহাসচিব  à¦à¦®.এম.মিজানুর রহমানের সঞ্চালনে লিখিত বক্তব্য পাঠ করেন শান্তি ও মুক্তির গণপরিষদ চেয়ারম্যান আব্দুল শামীম সেরনিয়াবাত। লিখিত বক্তেব্য তিনি বলেন, মাথার চুল থেকে পায়ের নখঁ পর্যন্ত একজন খাঁটি দেশপ্রেমিক ও মর্দে মুজাহিদ আধ্যাত্মিক ব্যক্তিত্ব শের-ই-বাংলা এ.কে ফজলুল হক যে স্বপ্ন ও আশায় লাহোর প্রস্তাব উত্থাপিত হয়েছিল, যার ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জন্ম হলো। কিন্তু স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশের স্বাধীন নাগরিকদের কোন শাসন আমলে শান্তি, মুক্তি বা কল্যাণ প্রতিষ্ঠিত হয়নি। আমরা দেখেছি নেতার পরিবর্তন কিন্তু নীতির পরিবর্তণ আমাদের দৃষ্টি গোচর হয়নি।

অনেক দেরী হলেও পীর সাহেব চরমোনাই নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ-স্বাধীনতার স্বপক্ষে ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র ও মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল, যারা নেতা নয় নীতির পরিবর্তন চায়। এই দলটি বাংলাদেশের রাজনৈতিক আকাশে আলোর বিচ্ছুরণ ঘটাতে সক্ষম হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুনীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত, উন্নত ও কল্যাণ রাষ্ট্র গড়তে ইশতেহার দিয়েছে দলটি।

তিনি আরও বলেন, সে কারণে কৃষক শ্রমিক পার্টি-কেএসপি,বাংলাদেশ জণকল্যান পর্যবেক্ষক পার্টি এবং শান্তি ও মুক্তির জনপরিষদ পক্ষ থেকে একাদশ জাতীয় নির্বাচনে পীর সাহেব চরমোনাই নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতীক হাতপাখায় নৈতিক সমর্থন প্রদান করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখিত পার্টির সারা বাংলাদেশের সকল নেতা কর্মী ও সমর্থকদেরকে পীর সাহেব চরমোনাই নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠানে কৃষক শ্রমিক পার্টি-কেএসপির চেয়ারম্যান আলহাজ্ব ড. মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন আহমেদ, বাংলাদেশ জনকল্যাণ পর্যবেক্ষণ পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা-০৮ (শাহবাগ, পল্টন, শাহজাহানপুর, রমনা)-আসনে এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, বিবেক ফোরামের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা সাদেক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, কেএসপি প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।



  
  সর্বশেষ
Gaza ceasefire talks held up by Israel withdrawal plans: Palestinian sources
Boro paddy procurement drive begins in Manikganj
Djokovic crashes out of Wimbledon; Alcaraz-Sinner set for final showdown
Slow drainage prolongs waterlogging woes in Noakhali

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: [email protected]