Wednesday 17th of September 2025
|
|
|
Headlines : * Fossil fuels harm health from `cradle to grave`: report   * IEA says more oil and gas investment may be needed   * Israel intensifies Gaza City bombardment as US backs offensive during Rubio visit   * Dhaka ranks 19th for worst air quality with `moderate` AQI of 81   * DSE, CSE see index gains on Monday trading   * Govt to finalize new salary structure before timeframe: NPC Chairman   * Humans born to become entrepreneurs: Chief Adviser   * Bangladesh mulls shorter life sentence terms   * Yunus opens newly built PKSF Bhaban-2 in Dhaka   * $234b plundered during 15-yr Hasina regime: FT  

   Quran & Hadish
লন্ডনে ইতালিয়ান সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত
  Date : 27-10-2018

ইতালি করেসপন্ডেন্ট:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশী ইতালিয়ান সোসাইটি ইউকে এর উদ্যোগে ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৫ শে অক্টোবর ইস্ট লন্ডনে বেক্টন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ব্রিটেনে বসবাসরত ইতালি থেকে আসা সকল বাংলাদেশি ভাই ও বোনরা কর্ম ব্যস্ততার মাঝে অতীতের স্মৃতি কে ফিরে পেতে এবং প্রিয় মানুষের সাথে আড্ডা দিতে বা কিছুটা সময় কাটাতে এ আয়োজন।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া করেন হাফিজ জামিল হুসেন|
যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠান সুন্দর ও সফল হয়েছে। তাদের নাম নাবললে নয় তারা হলো - নোমান আহমেদ, কামাল হোসেন, জাহাঙ্গীর কবির ডাবলু, মজমুল হক, শফিকুল ইসলাম মুন্না, সাজ্জাদুর রহমান শাহজাহান, আব্দুল হক রূপ এবং মনজুর কাদের।

দূরদূরান্ত থেকে অনেক অতিথিরা এসে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে তৌয়াহিদ মিয়া, হাবিবুর রহমান পংকি, নুর মিয়া, হাবিবুর রহমান হাবিব, ফয়জুল ইসলাম ফজই, ইকবাল ফজলু, সৈয়দ আব্দুল বাছিত সামাদ,সামছুদ্দীন খান রঞ্জু, সানার আলী, ইমরান আহমেদ,ইয়াওর আহমেদ, জালাল আহমেদ, আব্দুস সত্তার, আলী ফকরুল , মঈন উদ্দীন মঈন, শামিম আহমেদ, অমল কুমার দেব, জয় , বলরাম, বুলবুল আহমেদ , জামিল হুসেন, কিবরিয়া, শেখ জুনেদ, হুমাউন, রেবা আপা, রিঙ্কু এবং বাপ্পী | অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। সব কিছুর উর্দ্ধে উঠে আমরা সব সময় এমন হাসি আনন্দে মেতে উঠতে চাই।

তারা আরো বলেন, যারা অক্লান্ত শ্রম দিয়ে আয়োজন সফল করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি । এছাড়াও লক্ষ্য করা গেছে নারী, পুরুষ ও শিশুদের আনন্দ উল্লাস ছিলো চোখে পরার মতো। আনন্দ আর খুশী যেনো ক্ষনিকের জন্য এসেছিলো বেক্টন কমিউনিটি সেন্টারে এমনটি বললেন উপস্থিত ইতালিয়ান বাংলাদেশিরা। এ উৎসবে নতুন প্রজন্ম জানবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এ সুনাম ধরে রাখা এবং উত্তোরত্তর বৃদ্ধি করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব



  
  সর্বশেষ
Imam’s Body Recovered from Pond Two Days After Going Missing in Manikganj
GM Quader, 17 others sued over attacking on Gono Odhikar procession
Asia Cup 2025: Bangladesh sets challenging 155-run target against Afghanistan
Matiur, wife sent to jail after remand in graft case

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: [email protected]