Monday 15th of September 2025
|
|
|
Headlines : * Dhaka ranks 19th for worst air quality with `moderate` AQI of 81   * DSE, CSE see index gains on Monday trading   * Govt to finalize new salary structure before timeframe: NPC Chairman   * Humans born to become entrepreneurs: Chief Adviser   * Bangladesh mulls shorter life sentence terms   * Yunus opens newly built PKSF Bhaban-2 in Dhaka   * $234b plundered during 15-yr Hasina regime: FT   * Ex-DIG Nahidul Islam arrested from Eskaton residence   * Motorcyclist killed in Rajbari road crash   * Govt waives VAT on large sea-going vessel imports  

   National
Traffic instructions on Martyred Intellectuals Day from DMP
  Date : 12-12-2018

স্টাফ করেসপন্ডেন্ট

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কেন্দ্রিক যান-চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি ট্রাফিক বিভাগ। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন সংগঠনের নেতাদের যাতায়াতের কারণে নগরবাসীকে এদিন বিভিন্ন সড়ক এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর মাজার রোডে (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত) সব ধরণের যানবাহন (বাস/ট্রাক/হিউম্যান হলার/থ্রি হুইলার), রিকশা, রিকশা-ভ্যান চলাচল বন্ধ থাকবে।

যেসব যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ হয়ে মিরপুরের দিকে আসবে, সেসব যানবাহন নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে।

যেসব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেসব যানবাহন টেকনিক্যাল মোড় হয়ে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।

আর যেসব যানবাহন মিরপুর-১০ নম্বর থেকে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সেসব যানবাহন মিরপুর-১ নম্বর থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 



  
  সর্বশেষ
Shopping gains momentum in capital ahead of Durga Puja
70pc of recommendations made by reform commissions can be implemented by Dec: Asif Nazrul
Australia`s ANZ bank hit with record fine over `widespread misconduct`
Musk could become the first trillionaire in the world

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: [email protected]