স্টাফ করেসপন্ডেন্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) কলাবাগান থানাধীন ১৭নং ওয়ার্ডের ডলফিন গলিতে প্রচারকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ফজলে নূর তাপস বলেন, নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের কাছে গেলে তারা ঘর থেকে বেড় হয়ে আসছে। আমাকে আলিঙ্গন করে নিচ্ছে। আপনারা হয়তো জানবে গত ১০ বছর আমি এলাকাবাসীর সাথে ছিলাম।
তিনি আরও বলেন, তাদের (এলাকাবাসীর) সুখ-দুঃখের শরিক হয়েছি। তাদের সাথে মিশেছি। আমি বিশ্বাস করি এ এলাকার জনগণ আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় তাদের সেবা করার সুযোগ দিবে। বিপুল ভোটের ব্যাবধানে এবার নৌকার বিজয় হবে বলে আশা করছি ।
নতুন ভোটারদের উদ্দেশ্যে ঢাকা-১০ আসনের এ সাংসদ বলেন, আওয়ামী লীগ সরকার নতুন প্রজন্মের জন্য অপার সম্ভাবনার দূরায় খুলেছে। আজকে ডিজিটালাইজেশন হাতে মুঠোয়। এটা ভিত্তি করে নতুন দিগন্তে যাওয়ার সুযোগ রয়েছে। তাই তাদেরকে বলতে চাই নতুন প্রজন্মের প্রথম ভোট শেখ হাসিনার পক্ষে হোক। নতুন ভোটারের প্রথম ভোট নৌকা মার্কায় হোক।
এরপর তিনি গ্রীন রোড জামে মসজিদ এলাকসহ কলাবাগান থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।